ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা রোববার (১ মার্চ) সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার হরতাল ও একইদিন রাজধানীসহ সারা দেশে গণমিছিল সফল করতে সব শ্রেণি পেশার মানুষ ও নগরবাসীর প্রতি আহবান জানিয়েছে জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দলটির এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর জামায়াতের আমীর রফিকুল ইসলাম খান বিবৃতিতে বলেন, ‘একতরফা’ নির্বাচনের প্রতিবাদে ৫ জানুয়ারি সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে এবং ‘অবৈধ’ সরকারের পদত্যাগ ও নির্দলয়ী নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী চলমান অবরোধ ও হরতাল সফল করায় নগরবাসীকে অভিনন্দন।
বিবৃতিতে তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করে রাখতেই সরকার সারা দেশে বিরোধীদল নির্মূলের আতঙ্কবাদী শাসন চালাচ্ছে। এর মাধ্যমে সরকার দেশকে এক ভয়াল অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। একদলীয় কর্তৃত্ববাদী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতেই বহুদলীয় গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে। এমন অপরিণামদর্শী রাজনীতি দেশের গণতন্ত্র ও আইনের শাসনকেই গিলে খেতে পারে। অবিলম্বে পদত্যাগ করে সবার অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন দিলেই কেবল দেশকে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় থেকে রক্ষা করা সম্ভব।
বাংলাদেশ সময় : ২২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫