ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

গাজীপুরে শিবিরকর্মী আটক

স্টাফ করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫
গাজীপুরে শিবিরকর্মী আটক প্রতীকী

গাজীপুর: কোনাবাড়ির শিল্পাঞ্চল এলাকা থেকে গাড়ি ভাঙচুর মামলায় সন্দেহভাজন হিসেবে মোস্তাফা কামাল নামে এক শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি শিল্পাঞ্চলে একটি প্রাইভেট হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মোস্তাফা কামালের বিস্তারিত ঠিকানা পাওয়া যায়নি।

পুলিশ জানায়, গাড়ি ভাঙচুরের ঘটনায় গোপনে ধারণ করা সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।

কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বাংলানিউজকে শিবিরকর্মী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।