সিলেট: সিলেটের ফেঞ্চুগঞ্জে গোপন বৈঠককালে পাঁচ শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে উপজেলার নুরপুর নওয়াগাঁওয়ে শিবির নেতা এনাম মিয়ার বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সিলেট নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা কাওছার আহমেদের ছেলে আজিজুল ওরফে আরাফাত (২৫)। উপজেলার নুরপুর গ্রামের মোস্তফা কামাল চৌধুরীর ছেলে আক্তার আহমদ চৌধুরী (৩০)। একই গ্রামের মৃত মকবুল হোসেন চৌধুরীর ছেলে রায়হান চৌধুরী (৩১)। নুরপুর নওয়াগাঁওয়ের মৃত আব্দুল মালেকের ছেলে এনাম মিয়া (৩০) এবং জকিগঞ্জের কামালপুর গ্রামের তাহির আলীর ছেলে কামরুল ইসলাম সুমন (২৬)।
অভিযানে নেতৃত্বদানকারী ফেঞ্চুগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জহির আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন নুরপুর নওয়াগাঁও এলাকায় শিবির নেতা এনামের বাড়িতে গোপন বৈঠক চলছে। এরপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তিনি বলেন, অভিযানকালে ৭/৮ জনকে বাইরে পাহারা দিতে দেখা গেছে। এ সময় পাঁচজনকে আটক করা গেলেও বাকি সবাই পালিয়ে যায়।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্দি ধর বাংলানিউজকে জানান, আটক হওয়া সবাই শিবিরকর্মী। তবে তাৎক্ষনিক তাদের পদ-পদবী নিশ্চিত হওয়া যায়নি।
আটকদের গত ৫ জানুয়ারি উপজেলার মাইজগাঁওয়ে পুলিশ অ্যাসল্ট মামলায় তাদের গ্রেফতার দেখানো হবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫