ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

মুরাদনগরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
মুরাদনগরে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ প্রতীকী

কুমিল্লা: প্রাধান্য বিস্তার ও অর্থ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে মুরাদনগর উপজেলা সদরে আওয়ামী লীগের মাসুদ গ্রুপ ও আশরাফ গ্রুপের মধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে।



শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড গুলি করে।

আহতরা হলেন, ছাত্রলীগ-যুবলীগ নেতা জসিম, মোতালেব, বাদশা, সালাউদ্দিনসহ অন্তত ১০ জন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার সদরের পাশে নয়াকান্দি ও রহিমপুর গোমতি বেড়িবাঁধের ভেতরে পুকুর ও ডোবায় মাছ ধরা, অর্থ ভাগাভাগি ও এলাকায় প্রাধান্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের মাসুদ গ্রুপ ও আশরাফ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় উভয় গ্রুপ শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করে। এতে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করে। পরে পুলিশ শতাধিক রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বাংলানিউজকে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় শতাধিক রাউন্ড গুলি করে।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।