মেহেরপুর: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে এখন চলছে সাজ সাজ রব। প্রায় ১১ বছর পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল।
সম্মেলনস্থল মেহেরপুর শহীদ সামসুজ্জোহা পার্ক ছাড়াও গোটা শহর ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও তোরণে। জেলা শহর ছাড়াও মেহেরপুর-কুষ্টিয়া সড়কের খলিশাকুন্ডি পর্যন্ত, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের বারাদী পর্যন্ত ও মেহেরপুর-মুজিবনগর সড়কের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক তোরণ নির্মাণ করেছেন দলীয় নেতাকর্মীরা।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ২০ জানুয়ারি। জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন স্থানীয় শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত হয়। তখন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল জলিল সমঝোতার ভিত্তিতে জেলা কমিটির সম্মেলনে সাবেক এমপি জয়নাল আবেদীন সভাপতি ও বর্তমানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলীর সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ তিন বছর হলেও বিভিন্ন কারণে জেলায় কাউন্সিল করতে পারেননি বর্তমান কমিটি। এজন্য কমিটির বয়স ১১ বছর হয়েছে। এবারের সম্মেলন উদ্বোধন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর-উল্লাহ।
প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বি এম মোজাম্মেল হক।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, কেন্দ্রীয় নেতা ড. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, মুন্নুজান সুফিয়ান, মোস্তফা ফারুক মোহাম্মদ, এস এম কামাল হোসেনসহ মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল, বর্তমান মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
দলের জেলা সভাপতি ও সাবেক সাংসদ জয়নাল আবেদীন বলেন, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ৫ হাজারের বেশি মানুষের উপস্থিতি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। বিপুলসংখ্যক মানুষের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াজান আলী বলেন, শনিবারের কাউন্সিল সিলেকশনের মাধ্যমে হবে।
সম্মেলনে আগত নেতাকর্মীদের জন্য শহরের বিভিন্ন প্রান্তে রান্নার ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, মেহেরপুরের ইতিহাসে এই প্রথম এতো বড় আয়োজন। এই আয়োজনে ২৫ থেকে ৩০ লাখ টাকার মতো খরচ হচ্ছে। আর এই খরচ জেলা ও উপজেলার বিভিন্ন নেতা/কর্মীরা যোগান দিচ্ছেন।
বর্তমান সাংসদ অধ্যাপক ফরহাদ হোসেন বলেন, শনিবারের সস্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সস্মেলন অনুষ্ঠানে ১০ থেকে ১২ হাজার নেতাকর্মীর আগম হবে বলে তিনি জানান।
দলের জেলা কমিটির সভাপতি পদে এবার একাধিক নেতার নাম শোনা যাচ্ছে। দলের বর্তমান সভাপতি সাবেক সাংসদ জয়নাল আবেদীন ও মেহেরপুর-১ আসনের বর্তমান সাংসদ ফরহাদ হোসেন সভাপতি পদে এবং দলের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক মিয়াজান আলী। সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল ও শহর আওয়ামী লীগের সভাপতি ইয়ারুল ইসলাম প্রার্থিতা ঘোষণা দিয়েছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সাংসদ জয়নাল আবেদীন জানান, সম্মেলনের প্রথম অধিবেশনে তিন সহস্রাধিক নেতা-কর্মী জমায়েত হবেন। তারা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনবেন। সেজন্য পার্কজুড়ে প্যান্ডেলসহ বসার চেয়ার ও দুপুরে খাওয়ার ব্যবস্থা থাকবে। দ্বিতীয় অধিবেশনে ৯১ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে কমিটি গঠিত হবে।
বাংলাদেশ সময় : ০৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫