ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

সংহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
সংহিংসতার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: সহিংসতার আগুনে পুড়ছে দেশ রুখে, দাঁড়াও বাংলাদেশ- এই স্লোগান নিয়ে বরিশালে মানববন্ধন ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে নাগরিক কণ্ঠের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।



এসময় বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক মীর মনিরুজ্জামান, গোবিন্দ সাহা, বাংলাদেশ মডেল ইউথ পার্লামেন্টের স্পিকার ফিরোজ মোস্তফা প্রমুখ।

বক্তারা বলেন, ২০ দলের ডাকে হরতাল-অবরোধের নামে সারাদেশে চলছে নাশকতা। পুড়ছে মানুষ, ক্ষতি হচ্ছে দেশের সম্পদের। তারা সংশ্লিষ্টদের প্রতি অবিলম্বে সহিংসতা পরিহারের আহ্বান জানান।

নাগরিক কণ্ঠ বরিশালের প্রতিনিধি পারভেজ রাসেলের সঞ্চালনায় এ কর্মসূচিতে বরিশালের সাংবাদিক মহল ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।