সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক একরামুল হাসান ইমেজকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
এছাড়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো সাতজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত থেকে শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী ও সদর থানার এসআই নুরুল ইসলাম গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজার আদেশপ্রাপ্ত আসামি।
বাকি গ্রেফতারকৃতরা হলেন-শহরের গয়লা উত্তরপাড়ার সোহেল রানা (২২) মাছুমপুর মহল্লার তারিকুল ইসলাম (৩৭), সয়াধানগড়া জগাইর মোড় এলাকার ফারুক ওরফে ভাগ্নে ফারুক (৩৮), ভাঙ্গাবাড়ী মহল্লার মুরাদ (২৮), রানীগ্রামের গোবিন্দ কুমার (৪৫), নতুন ভাঙ্গাবাড়ী মহল্লার খোকন ও সদর উপজেলার চক শিয়ালকোল গ্রামের রাসেল (৩০)।
বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫