ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল-অবরোধ আন্দোলনের অকার্যকর হাতিয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
হরতাল-অবরোধ আন্দোলনের অকার্যকর হাতিয়ার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): হরতাল-অবরোধকে আন্দোলনের অকার্যকর হাতিয়ার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সাভারের বিরুলিয়া সেতুর নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।



মন্ত্রী বলেন, হরতাল-অবরোধ আন্দোলনের অকার্যকর হাতিয়ার। এ অকার্যকর হাতিয়ার নিয়ে কখনো জয়ী হওয়া যায় না। তাই, বিএনপিও এই অকার্যকর হাতিয়ার নিয়ে আন্দোলনে জয়ী হতে পারবে না। অকার্যকর এই হাতিয়ার বিএনপিকে অকার্যকর দলে পরিণত করেছে।

বিএনপির আন্দোলনকে আল-কায়েদার আন্দোলন বলে আখ্যা দিয়ে সেতুমন্ত্রী বলেন, বোমা-সন্ত্রাস আর চোরাগোপ্তা হামলার মাধ্যমে দেশের সাধারণ মানুষের ক্ষতি করছে বিএনপি। পালিয়ে পালিয়ে বিবৃতি দেওয়া আল-কায়েদা ও আইএসের আন্দোলনের অনুরূপ।

তিনি বলেন, দেশের জনগণ পারমাণবিক বোমার মতো। সরকার পতন করতে হলে দেশের জনগণকেই কাজে লাগাতে হবে।

বিএনপির আন্দোলনের পরিণতি বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যে লম্বা আন্দোলনের সূত্র টানছে, তাতে কোনো ফল আসবে না। আন্দোলনের ৫৪ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত পাঁচশ লোকের মিছিল নিয়ে দলটি রাস্তায় নামতে পারেনি।

তিনি বলেন, ঘরে বসে আন্দোলনে জয়ের স্বপ্ন দেখে লাভ নেই।   চলতি আন্দোলনের শুরু থেকে পাঁচ হাজার লোক নিয়ে কোনো সভা-সেমিনার করতে দেখা যায়নি দলটিকে। এতে স্পষ্ট প্রমাণ  হয়, বিএপির সঙ্গে জনগণ নেই।

আগামী মার্চের মধ্যেই বিরুলিয়া সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট ঠিকাদার ও রোড অ্যান্ড হাইওয়ের (সউজ) প্রকৌশলীকে নির্দেশ দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পাশাপাশি আগামী এপ্রিলের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সেতুর উদ্বোধন করার অঙ্গীকার করেন তিনি।

 এ সেতুর নির্মাণ ব্যয় ৫৮ কোটি ৪৬ লাখ ৪২ হাজার টাকা।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান, ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ইলিয়াস হোসেন মোল্লা, রোডস অ্যান্ড হাইওয়ের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।