তালা (সাতক্ষীরা): নাশকতার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলায় জামায়াতের তিন কর্মীকে ছয় মাস করে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ নির্দেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- তালা উপজেলার সুজনশাহা গ্রামের শামসুর সরদারের ছেলে রেজুয়ান সরদার (৩৫), একই গ্রামের মনিরুদ্দিন শেখের ছেলে শাহিন শেখ (২৬) ও শাহাজাতপুর গ্রামের আসাদ জোয়াদ্দারের ছেলে মনিরুজ্জামান জোয়াদ্দার (২৪)।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতার অভিযোগে সকাল ১০টার দিকে ইসলামকাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিচারক এ আদেশ দেন।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫