ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

অভিজিৎ হত্যায় ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫
অভিজিৎ হত্যায় ছাত্রদলের নিন্দা-প্রতিবাদ

ঢাকা: লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান। শনিবার এক বিবৃতিতে এই নিন্দা জানান তারা।



গত বৃহস্পতিবার বই মেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে সন্ত্রাসীরা অভিজিৎকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ময় প্রকাশ করে ছাত্রদল নেতারা বিবৃতিতে বলেন, ‘জনাকীর্ণ স্থানে, পুলিশের সামনেই এভাবে খুন করে পালিয়ে যাওয়ায় জনগণ আজ ভীত ও সন্ত্রস্ত। ’

তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করার আহ্বান জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

** চট্টগ্রামে হত্যা মামলা দায়েরের নিন্দা কেন্দ্রীয় ছাত্রদলের
** চট্টগ্রামের দুই নেতার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের নিন্দা ছাত্রদলের

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।