ঢাকা: জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু ও সিনিয়র যুগ্ম সম্পাদক মোশারফ হোসেনের বিরুদ্ধে চাদগাঁ থানায় হত্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান।
শনিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ‘চলমান আন্দোলন স্তব্ধ করে দিতে এবং ছাত্রদল নেতা-কমীদের হয়রানি করার জন্যই এ ধরনের মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।
এছাড়া শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আই.ই.আর বিভাগের ছাত্র ও ছাত্রদল নেতা আল-মামুন ইলিয়াছকে মারধরের পর শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন ছাত্রদল সভাপতি ও সম্পাদক।
নেতৃদ্বয় অভিযোগ করে বলেন, ‘শুধুই ছাত্রদল করার অপরাধে একজন মেধাবী ছাত্রের ওপর হামলা ও পুলিশে দেওয়া ছাত্রলীগের বর্বর আচরণের বহিঃপ্রকাশ। ’ তারা অবিলম্বে আল-মামুন ইলিয়াছের মুক্তি দাবি করেন।
** ‘আ’লীগকে দাফনের আয়োজন করে চলেছেন হাসিনা’
বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫