চাঁদপুর: আইন আইনের গতিতে চলে, সময় হলে খালেদাকে গ্রেফতার করা হবে। অপেক্ষা করুন, ওয়েট অ্যান্ড সি।
শনিবার বিকেল সাড়ে পাঁচটায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে গরীব দুস্থদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ এবং জেলেদের মাঝে পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, নেতা কর্মীদের রাজপথে থাকতে হবে। রাজপথে থেকেই আপশক্তিকে মোকাবেলা করতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে।
এসময় উপস্থিত ছিলেন- মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, মঞ্জুর আহমেদ মঞ্জু, ভাইস চেয়ারম্যান এনামুল হক বাদল ও মতলব দক্ষিণ পৌর মেয়র এনামুল হক বাদল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫