ঢাকা: আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেছে সিপিবি ও বাসদ। দুই দলের প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল কাফী (কাফী রতন) মনোনীত হয়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আব্দুল্লাহ আল কাফীকে সিপিবি-বাসদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। সবার জন্য বাসযোগ্য ঢাকা ও দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন নিশ্চিত করতে তিনি ডিএনসিসি নির্বাচনে দুই বামপন্থি দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
আব্দুল্লাহ আল কাফী (কাফী রতন) সিপিবির জাতীয় পরিষদের সদস্য এবং যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি।
বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫