সিরাজগঞ্জ: বোমাবাজদের সঙ্গে কোনো সংলাপ নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, জামায়াত-বিএনপির হরতাল তামাশায় পরিণত হওয়ায় খালেদা জিয়া এখন বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, খালেদা জিয়ার গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোই ১৪ দলের মুখ্য উদ্দেশ্য। এ জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী অভিজিৎ হত্যাকাণ্ড প্রসঙ্গে বলেন, মান্না ও খোকার ফোনালাপের ষড়যন্ত্রের অংশ হিসেবে অভিজিৎ প্রথম বলি হয়েছেন। ষড়যন্ত্র ও হত্যাকারীরা যত শক্তিশালী হোক না কেন তাদের সনাক্ত করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।
এ সময় তিনি নাশকতার বিরুদ্ধে জাগরন সৃষ্টির লক্ষে ১৪ দলের পক্ষ থেকে সিরাজগঞ্জ, বগুড়া ও গাইবান্ধায় আগামী ৮, ৯ ও ১০ মার্চ পথসভা ও সভা-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।
সভায় জেলা আ’লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, চেম্বার সভাপতি গোলাম আবু ইউসুফ সূর্য, আ’লীগ নেতা আব্দুস সামাদ তালুকদার, মোস্তফা কামাল খান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, ইসহাক আলী, দানিউল হক দানি, অ্যাডভোকেট গোলাম হায়দার ও জান্নাত-আরা-তালুকদার হেনরী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫