ঢাকা: স্বৈরাচারবিরোধী এবং শ্রমিক নেতা তাজুল ইসলামের ৩১তম মৃত্যুবার্ষিকীতে কর্মসূচি গ্রহণ করেছে সিপিবি। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে এবং শ্রমিকদের দাবি আদায়ের আন্দোলনে ১৯৮৪ সালের ১লা মার্চ সন্ত্রাসীদের হাতে নিহত হন তাজুল।
শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শহীদ তাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ১লা মার্চ রোববার সকাল দশটায় পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে অস্থায়ী শহীদ বেদীতে কেন্দ্রীয়ভাবে শ্রদ্ধা জানানো হবে।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৫