সিলেট: সিলেটে ঝটিকা মিছিল থেকে গাড়িতে ভাঙচুর চালিয়েছে শিবিরের নেতাকর্মীরা।
সোমবার (০২ মার্চ) নগরীর শাহজালাল (র.) দরগাহ ফটক এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে সোমবার যোহর নামাজের পর শাহজালাল (র.) দরগাহ’র প্রধান ফটকে ঝটিকা মিছিল বের করে ১৫/২০ জন শিবির নেতাকর্মী।
এসময় মিছিল থেকে তারা ৬/৭টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, মিছিলকারীরা পুলিশ যাওয়ার আগেই পালিয়ে যান। ফলে কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫