ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

আদালত পরিবর্তনে খালেদার আবেদনের শুনানি বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
আদালত পরিবর্তনে খালেদার আবেদনের শুনানি বৃহস্পতিবার

ঢাকা: জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার আদালত পরিবর্তনে খালেদার আবেদন শুনানির জন্য বৃহস্পতিবার (০৫ মার্চ) দিন ধার্য করেছেন হাইকোর্ট।
 
সোমবার (০২ মার্চ) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।



আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সঙ্গে ছিলেন, ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও ব্যারিস্টার এহসানুর রহমান।
 
গত ২৮ জানুয়ারি আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করেন খালেদার আইনজীবীরা।

এ মামলায় আদালতে হাজির না হওয়ায় গত ২৫ ফেব্রুয়ারি (বুধবার)  গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার।

রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে দুর্নীতির মামলা দু’টির বিচার চলছে। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আদালত বুধবার (৪ মার্চ)  দিন ধার্য করেছেন।

** হাইকোর্টে বড়পুকুরিয়া মামলার শুনানি মঙ্গলবার
 
বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।