ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সামনে কঠোর আন্দোলনের হঁশিয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সামনে কঠোর আন্দোলনের হঁশিয়ারি

ঢাকা: গণগন্ত্র প্রতিষ্ঠায় আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জানিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও সাংবাদিক নেতারা।

সোমবার (০২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অনুষ্ঠিত চিকিৎসক সমাবেশে এ হুঁশিয়ারি জানানো হয়।



খালেদা জিয়াকে গ্রেফতার চেষ্টার প্রতিবাদ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমীন গাজী বলেন, কার্যালয় তল্লাশি করতে আদালতের নির্দেশ লাগে এটা আমাদের জানা ছিলো না। এটা যে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা ও খালেদা জিয়াকে গ্রেফতারের চাপে ফেলার জন্য করা হচ্ছে তা সবাই বোঝে।

সরকারের প্রতি হুঁশিয়ারি জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার গায়ে হাত দেওয়ার আগে একটু ভেবে দেখবেন। সবকিছু নিয়ে তামাশা করবেন না।

তিনি বলেন, সরকারের লোকজন বলে, যারা সংলাপের কথা বলে তারা নাকি পাগল। কোনো কিছুইতেই আন্দোলন থামাতে পারবেন না। আন্দোলন চলছে। সামনে কঠোর আন্দোলন চলবে।

বিএনপি চেয়ারপারসনের তথ্য উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, কার্যালয় তল্লাশির নির্দেশ বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটি সরকারের স্নায়ু যুদ্ধ।

তিনি বলেন, নিয়ম ও স্বীকৃতির মধ্য দিয়েই আমরা আন্দোলন করবো। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন ঘটবে।

ড্যাবের সভাপতি একে এম আজিজুল হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কাদের গনি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম রফিক বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।