গাইবান্ধা: গাইবান্ধায় দুই বিএনপিকর্মীসহ ১১ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
সোমবার (০২ মার্চ) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গ্রেফতারকৃতদের ১১ আসামির মধ্যে জেলার গোবিন্দগঞ্জের দুই বিএনপিকর্মীকে নাশকতার মামলায় এবং অপর ৯জনকে অন্যান্য অপরাধমূলক মামলায় গ্রেফতার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫