ঢাকা: ঢাকা মহানগরের দলীয় জাতীয় সংসদ সদস্যদের সঙ্গে এক যৌথসভা করবে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বুধবার (০৪ মার্চ) বিকেল ৩টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে।
সোমবার (০২ মার্চ) আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম যৌথসভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫