ঢাকা: রাজধানীয় বিজয়নগরে একটি চলন্ত গাড়ি লক্ষ্য করে পরপর ৪টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুষ্কৃতিকারীরা।
সোমবার (০২ মার্চ) বিকেলে বিজয়নগর এলাকার একটি চশমার দোকানের সামনের সড়কে ককটেলগুলির বিস্ফোরণ ঘটায় তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ককটেল হামলায় গাড়ির কয়েকজন যাত্রী আহত হন। ককটেলের আঘাতে গাড়িটির গ্লাস ভেঙে যায় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ওই এলাকায় কর্তব্যরত পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও আটক করা যায়নি বলেও পুলিশ সূত্রে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫