ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সিলেটে বাসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

সিলেট: সিলেটে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি-জামায়াতের ১৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে ২১ জনের নামে মামলা হয়েছে।

সোমবার (২মার্চ) বেলা দেড়টার দিকে চালক আব্দুল মান্নান বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলাটি দায়ের করেন।



বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে, অবরোধ-হরতাল সমর্থনে বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় শিবির ও ছাত্রদলের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০২ মার্চ) ভোরে উপজেলার দুবাগ ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শাহান আহমেদ, নোমান আহমেদ, আব্দুল মুমিত, জিবরিয়া আহমদ চৌধুরী ও ইসমাইল আলী।

তাদেরকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে উল্লেখ করে ওসি জুবের আহমদ জানান- বাস ও ট্রাকে অগ্নিসংযোগের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি তারা। গ্রেফতার পাঁচজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।   

রোববার সন্ধ্যা ৭টার দিকে বিয়ানীবাজারের শেওলা বিরো পয়েন্ট এলাকায় হরতালের সমর্থনে দুর্বৃত্তরা একটি যাত্রীবাহী বাস ও ট্রাকে আগুন দেয়। তবে যাত্রীদের নামিয়ে আগুন দেওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।