ঢাকা: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সূত্র এক মোবাইল বার্তায় এ খবর নিশ্চিত করেছে।
মোবাইল বার্তায় বলা হয়েছে, সন্ধ্যা পৌনে ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যাবেন বার্নিকাট।
এ সময় তাদের মধ্যে দেশের চলমান ঘটনাপ্রবাহ ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে দলীয় সূত্র।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, মার্চ ২, ২০১৫