ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইলে আওয়ামী লীগের সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূইয়ার বড় ভাই আবুল মনসুর ভূইয়া (৬০) হত্যা মামলার ৪৩ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (০২ মার্চ) দুপুরে ময়মনসিংহের ৪ নম্বর আমলী আদালতের ম্যাজিস্ট্রেট ফারজানা ইয়াসমিনের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শুকরানা ও নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ময়মনসিংহের কোর্ট ইন্সপেক্টর শুকরানা জানান, গত বছরের ২০ নভেম্বর স্থানীয় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়ার বড় ভাই আবুল মনসুর ভূইয়া।
হত্যাকাণ্ডের দু’দিন পর সিরাজুল ইসলাম ভূইয়া বাদী হয়ে ৪৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় খায়রুল ইসলাম, হাসান মাহমুদ জুয়েল, গোলাম মোস্তফা সরকার, শহীদুল্লাহ শহীদ, ফয়সাল ফকিরসহ ৪৩ জন আদালতে আত্মসমর্পণ করলে সংশ্লিষ্ট বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ মামলার অপর চার আসামি আনোয়ার হোসেন, পিন্টু, খোকন ও মোয়াজ্জেম পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫