গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে আতোয়ার রহমান (৩৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
সোমবার (০২ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে হোসেনপুর ইউনিয়নের সালমারা মসজিদ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আতোয়ার রহমান উপেজলার বরিশালের ইউনিয়নের আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক। আতোয়ার রহমান বরিশাল ইউনিয়নের রামপুর এলাকার আবুল কালামের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল আতোয়ার ব্যক্তিগত কাজে সালমারা মসজিদ এলাকায় গেলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যান। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ও পরে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫