ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
সিলেটে বিএনপির বিক্ষোভ মিছিল

সিলেট: অবরোধ ও হরতালের সমর্থনে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল।

সোমবার (০২ মার্চ) বিকেলে নগরীর বন্দর বাজার থেকে বের হওয়া মিছিলটি মহাজনপট্টি কালিঘাট গিয়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।



পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে যারা ক্ষমতায় চিরস্থায়ী হওয়ার চেষ্টা করেছে, তারাই এদেশ থেকে চিরতরে উৎখাত হয়েছে। বর্তমান সরকারকেও অত্যন্ত নির্মমভাবে বিদায় নিতে হবে।

খালেদা জিয়ার কার্যালয় তল্লাশির নামে কোনো নাটক মঞ্চস্থ করলে অত্যন্ত ভয়াবহ পরিণতি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি চলমান গণআন্দোলনকে আরো বেগবান করার জন্য দলের নেতাকর্মী ও দেশপ্রেমিক জনসাধারণকে আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আধ্যাপক আজমল হোসেন রায়হান।

ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক আবদুল কাইয়ুমের পরিচালনায় মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল  নেদা আলতাফ হোসেন বেলাল, দীপক রায়, আব্দুল হান্নান, সৈয়দ লোকমানুজ্জামান লোকমান, দেওয়ান নিজাম খান, আব্দুল্লাহ আহমদ, তৌহিদুল ইসলাম আবু, আব্দুস সাত্তার, কামরুল ইসলাম, মহিদুল হক, ইফতেখার আহমদ সোহেল, সাদিক শিকদার ও মইনুল ইসলাম।

ছাত্রদল নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন- মিসবাহ উল আম্বিয়া, রাশেদ আহমদ, সদরুল ইসলাম লোকমান, তাজুল ইসলাম সাজু, মো. শামসুদ্দিন, শেখ জাকির হোসেন, এসএম ফখরুল ইসলাম, সাকিব আল হাসান ছানার, লিমন আহমদ, সুমন আহমদ, মাইদুল ইসলাম মিঠু, ইয়াহিয়া হাসান তায়েফ, সোয়েব আহমদ, ফাহাদ মাহফুজ চৌধুরী, ফয়সল মাহমুদ, সাইফুল আলম জয়, আতিকুল ইসলাম নাঈম, কয়সর আহমদ শাহেদ, ইমরান আহমদ, সোহানুর রহমান সোহাগ, মুহিবুর রহমান, সৌরভ আহমদ, ফয়সল আহমদ, রাসেল আহমদ, জাহাঙ্গির আহমদ, ইকবাল হোসেন, রাহাত আলম শোভন তানভির আহমদ খান, শোভন শাহজাহান আবীর, তানজির আহমদ ওমর, আফজল হোসেন,  ইমদাদ এইচ খোকন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।