ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

জিপিও মোড়ে ৩ ককটেল বিস্ফোরণে আহত ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
জিপিও মোড়ে ৩ ককটেল বিস্ফোরণে আহত ৩ প্রতীকী

ঢাকা: রাজধানীর জিপিও মোড়ের জিরো পয়েন্টে পরপর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মো. জাকির (৩৮) নামে এক ফুটপাত ব্যবসায়ীসহ তিনজন আহত হয়।



সোমবার (০২ মার্চ) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত জাকির জিপিও ১ নং গেটে ফুটপাতে খাম-কলম ইত্যাদির খুচরা ব্যবসা করেন। তার ডান পায়ের গোড়ালিতে স্প্লিন্টার বিদ্ধ হয়েছে। জাকির জানান, ককটেল বিস্ফোরণে সে ছাড়াও এক রিকশা চালক ও অপর এক ব্যক্তি আহত হয়।

জাকির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাপলের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।  

মতিঝিল থানার সহকারী উপপরিদশর্ক (এএসআই) শাহাদাত এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ককটেল বিস্ফোরণের সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।