ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

রাজনীতি

চলমান নাশকতা-সন্ত্রাস দমনে সময় চাইলেন হানিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
চলমান নাশকতা-সন্ত্রাস দমনে সময় চাইলেন হানিফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ-হরতালে চলা নাশকতা ও সন্ত্রাস দমনে আরও কিছুদিন সময় চাইলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম-হানিফ।

সোমবার (২ মার্চ) বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে সংবাদ সম্মেলনে জনগণের কাছে তিনি এ সময় দাবি করেন।

 

আওয়ামী লীগের ঢাকা মহানগর এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলন হানিফ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করে গুটিকয়েক খারাপ লোক। অথচ বিএনপির মতো বড় একটি দল এ ধরনের সন্ত্রাস করলে তা দমন করতে একটু সময় লাগবে এটাই স্বাভাবিক। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে চেষ্টা চালাচ্ছে। আশা করি খুব দ্রুতই সব কিছু নিয়ন্ত্রণে আসবে।

৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন, ওই দিন সকাল ৭টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। একই সঙ্গে ওইদিন বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা, জানান হানিফ।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া সত্ত্বেও খালেদা জিয়াকে কেন গ্রেফতার করা হচ্ছে না- এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, পরোয়ানা জারি করেছে আদালত। কার্যকর করবে আইনশৃঙ্খলা বাহিনী। এটা করতে তাদের কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হয়। আশা করি, সময়মতো তারা সেটা কার্যকরও করবে।

হানিফ জানান, বৈঠকে খালেদা জিয়াকে গ্রেফতার করে তার প্রাপ্য শাস্তি কার্যকরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর সিদ্ধান্ত হয়েছে।

খালেদাকে না গ্রেফতার করতে বিদেশি চাপ আছে কিনা জানতে চাইলে আওয়ামী লীগের এ নেতা বলেন, কিসের বিদেশি চাপ? কোনো বিদেশি চাপ নেই। সারা বিশ্ব বলছে, বিএনপি-জামায়াত যেটা করছে সেটা সন্ত্রাসী কর্মকাণ্ড। আর এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের হুকুমদাতাকে গ্রেফতারের বিরুদ্ধে বিদেশি চাপ থাকবে কেন?

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।