ঢাকা: ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতারে সাত দিন সময় বেধে দিয়েছে গণজাগরণ মঞ্চ। সে সঙ্গে হত্যার স্থানটিতে প্রতিদিন সন্ধ্যায় নিদির্ষ্ট সময়ে ‘আলোক প্রজ্জ্বলন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে।
সোমবার (০২ মার্চ) গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মুক্তচিন্তার লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে সাত দিন সময় বেধে দেওয়া হয়েছে। সে সঙ্গে যে স্থানটিতে তাকে হত্যা করা হয়েছে, সেখানে প্রতিদিন সন্ধ্যায় সাত দিনব্যাপী ‘আলোক প্রজ্জ্বলন’ করবে গণজাগরণ মঞ্চ।
হত্যার হুমকিদাতা ফারাবীর গ্রেফতারের বিষয়টি অবগত করা হলে তিনি বলেন, গণমাধ্যমে বারবার তার নাম উঠে আসলেও হত্যার তিনদিন পর তাকে গ্রেফতার করা হয়েছে। হত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত, তাদেরকেও গ্রেফতার করতে হবে। সে সঙ্গে টার্গেট জঙ্গি গোষ্ঠীদের খুঁজে বের করে বিচার করতে হবে।
অভিজিৎ হত্যাকারীদের আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার করা না হলে, আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫