ঢাকা: শেখ হাসিনাকে ভিন্নমত নির্মূল বাদ দিয়ে দেশে নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব।
সোমবার (০২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস পালন উপলক্ষে দলটির আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
আ স ম আব্দুর রব বলেন, ০৫ জানুয়ারি নির্বাচন করে সরকার বেকায়দায় পড়ে গেছে। দেশটা জ্বলে-পুড়ে যাচ্ছে, দেশে ক্রসফায়ার চলছে, অবরোধ-হরতাল বন্ধ হচ্ছে না। শেখ হাসিনা আপনি ভিন্নমত নির্মূল বাদ দিয়ে দেশে নির্বাচনের ব্যবস্থা করেন।
তিনি বলেন, ১৯৭১ সালের ০২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে যে পতাকা উত্তোলন করা হয়েছিল, তা শুধু পতাকা উত্তোলনই নয়, তা বাঙ্গালি জাতির চূড়ান্ত ফসলের পতাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে এ দিবসটি পালন করা হচ্ছে জানিয়ে তিনি পালনকারীদের অভিনন্দন জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ সভাপতি এম এ গোফরানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, ডাকসুর সাবেক ভিপি ও আওয়ামী লীগের সাবেক নেতা সুলতান মোহাম্মদ মনসুর, গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫