রাজশাহী: রাজশাহীর বাঘায় রসুন বোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় জড়িত অভিযোগে পৌরসভার প্যানেল মেয়রসহ তিনজনকে আটক করেছে বাঘা থানা পুলিশ।
সোমবার (০২ মার্চ) দুপুরে আটকের পর বিকেলে তাদের ওই মামলায় আদালদের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটকরা হলেন- বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র-৩, ১ নম্বরে ওয়ার্ড কাউন্সিলর তফিকুল ইসলাম তফি, বাঘা পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ও তুলশিপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মাইনুল ইসলাম।
রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, রোববার (১ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বাঘা উপজেলা সদর থেকে ১৩৩ বস্তা রসুন নিয়ে একটি ট্রাক (কুষ্টিয়া-ড-১১-০০২০ নম্বর) নওগাঁ যাচ্ছিলো। পথে মনিগ্রাম গোঙ্গারামপুর মোড়ের ময়েজ উদ্দিনের বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত রাস্তায় গাছ ফেলে ট্রাকটির গতিরোধ করে।
পরে ট্রাকের চালক ও হেলপারকে ট্রাক থেকে নামিয়ে মারধর করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে রসুন ও ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিসংযোগের খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সোমবার দুপুরে বাঘা উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে ওই ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।
বিকেলের ট্রাকে নাশকতার মামলায় মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫