বান্দরবান: বান্দরবানে স্বেচ্ছাসেবক দলের ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক সহ সম্পাদক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ মার্চ) বিকেলে বান্দরবান শহরের মেম্বার পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত রোববার বান্দরবানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে চারজন আহত হয়।
এ ঘটনায় যুবদল নেতা আবদুল আলিম মুন্না বাদী হয়ে স্বেচ্ছাসেবক দলের নেতা জাহাঙ্গীর আলমসহ সাত জনকে আসামি করে বান্দরবান সদর থানায় মামলা করেন। ওই মামলায় আরো ২৫ জনকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫