ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ খালেদার

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ খালেদার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

ঢাকা: দেশব্যাপী পাড়া মহল্লায়  প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের জন্য ২০ দলীয় জোটের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন ২০ দলীয় জোট নেত্রী এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

সোমবার এক বিবৃতিতে খালেদা জিয়ার এ নির্দেশের কথা জানান বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ।



বিবৃতিতে সালাহউদ্দিন বলেন, “একদলীয় সংসদ, একদলীয় জনপ্রশাসন ও একদলীয় বিচারব্যবস্থা কায়েমের নীল নকশা বাস্তবায়নের লক্ষ্যেই আওয়ামী লীগ প্রহসনমূলক একদলীয় নির্বাচনের আয়োজন করেছিল। দৃশ্যত রাষ্ট্রের সকল অঙ্গই এখন একীভূতভাবে শাসন বিভাগের অধীনস্থ হয়ে পড়েছে।

প্রজাতন্ত্রের জনগণতান্ত্রিক বৈশিষ্ট্য ক্ষুন্ন হলেই রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকে। অতএব, দেশের সকল স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রামের মধ্য দিয়েই দেশ ও জাতিকে এই বিপন্ন অবস্থা থেকে মুক্ত করতে হবে। ‘

‘চলমান গণতান্ত্রিক আন্দোলন কারো ক্ষমতারোহণের আন্দোলন নয়’ দাবি করে তিনি বলেন, ‘ বেগম খালেদা জিয়া রাষ্ট্রীয় সন্ত্রাস প্রতিরোধে ২০ দলীয় জোটের নেতৃত্বে দেশের সকল পাড়া-মহল্লায় প্রতিরোধ সংগ্রাম কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। ’

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।