বগুড়া: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির নির্দেশসহ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে বগুড়া জেলা বিএনপি।
সোমবার (২ মার্চ) রাতে পাঠানো লিখিত এক বিবৃতিতে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. রাফি পান্না বিস্ময়ের কথা জানান।
তিনি বলেন, তার নির্বাচনী এলাকা বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকায় দলমত নির্বিশেষ অধিকাংশ সচেতন মানুষ খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির নির্দেশে হতবাক হয়েছেন।
রাফি পান্না বলেন, সাধারণ মানুষ মনে করছেন, সাজানো ঘটনায় আন্তর্জাতিকভাবে খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুন্ন করতে গভীর ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।
তবে আইন মেনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে রেখে তল্লাশি অভিযান পরিচালনা করলে দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন হবে না বলেও উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ০২ মার্চ, ২০১৫