ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

শিবগঞ্জে ২ ট্রাকে পেট্রোল বোমার আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
শিবগঞ্জে ২ ট্রাকে পেট্রোল বোমার আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে দু’টি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিএনপি-জামায়াত জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ও পঞ্চম দফা ৭২ ঘণ্টা হরতালের মধ্যে সোমবার (২ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।



শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিক বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সোনা মসজিদ বন্দর অভিমুখে যাওয়ার সময় একাডেমি মোড়ে পৌঁছালে ট্রাক দু’টির চাকা পাংচার হয়ে যায়। এসময় ২০-২৫ জন মুখোশধারী এসে ৪-৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করে। এরপর তারা ট্রাক দু’টিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে।

ঘটনাস্থলে ৬-৭ জন আনসার সদস্য দায়িত্বে থাকলেও মুখোশধারীদের কাউকে আটক করতে পারেননি।

ঈদুল আজহা নামে এক আনসার সদস্য বাংলানিউজকে জানান, দুর্বৃত্তরা ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেই পালিয়ে যায়। ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলেও তারা নির্দিষ্ট সময়ে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয়দের সহায়তায় আনসার সদস্যরাই ট্রাক দু’টির আগুন নিয়ন্ত্রণে আনেন। অবশ্য ট্রাকের সম্মুখের অংশসহ অনেকাংশ পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।