নোয়াখালী: নোয়াখালীর জেলার মাইজদীর টাউন হল মোড় এলাকায় বেসরকারি একটি টিভি চ্যানেলের কার্যালয়ে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (০২ মার্চ) দিনগত রাত সোয়া ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা টাউন হল মোড়ে অবস্থিত বেসরকারি একটি টিভি চ্যানেলের কার্যলয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। তবে কার্যলয় বন্ধ থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পরে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান দৌলা ও সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নিস্কৃতি চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে শহরের মাইজদীর বাজার এলাকায় ৫টি সিএনজি চালিত অটোরিকসা ভাঙচুর করে দুর্বৃত্তরা।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫