ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

কোম্পানীগঞ্জে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
কোম্পানীগঞ্জে আ’লীগ নেতাকে কুপিয়ে জখম

নোয়াখালী: নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নূরুল হুদা (৫৫) ও তার গাড়ি চালক বেলাল হোসেনকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার (০২ মার্চ) দিনগত রাত ১০টার দিকে উপজেলার চরপারবর্তী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।



আহতদের স্বজনরা বাংলানিউজকে জানান, রাতে মোটরসাইকেল চালক বেলালকে নিয়ে স্থানীয় মৌলভীবাজার থেকে বাড়ি ফেরার পথে চরপারবর্তী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকের সামনে একদল দুর্বৃত্ত তাদের উপর হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে তারা ন‍ূরুল হুদা ও বেলাল হোসেনকে কুপিয়ে জখম করে ফেলে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে নূরুল হুদার অবস্থার অবনতি হলে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেলাল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০১৩৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।