দিনাজপুর: দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার সময় এক শিবিরকর্মীকে আটক করে পুলিশে সপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার (০২ মার্চ) দিনগত রাত সাড়ে ১১টার দিকে ইউনিয়ন এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে পেট্রোল বোমা ছুড়ে আগুন লাগানোর চেষ্টা করলে এক শিবিরকর্মীকে আটক করে পুলিশে সপর্দ করে এলাকাবাসী।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেকুজ্জামান আটকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বেড়িয়ে আসায় তদন্তের স্বার্থে আপাতত আটক শিবিরকর্মীর পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫