ফেনী: ফেনী জেলার দাগনভূইয়া উপজেলায় সোমবার (০২ মার্চ) সকালে সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় বিএনপি-জামায়াতের ২০ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (০২ মার্চ) দিনগত রাতে দাগনভূইয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবুল ফয়সল বাংলানিউজকে
তথ্যটি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রামনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ০১৪১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫