লক্ষ্মীপুর: প্রায় এক যুগে পরে লক্ষ্মীপুর জেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে হচ্ছে।
মঙ্গলবার (০৩ মার্চ) লক্ষ্মীপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
এ উপলক্ষে অসংখ্য পোস্টার, ডিজিটাল ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেলে অলি-গলি। জেলা জুড়ে নির্মাণ করা হয়েছে কমপক্ষে দুই শতাধিক তোরণ।
সভাপতি পদ প্রার্থীরা হলেন বর্তমান কমিটির সভাপতি এম আলাউদ্দিন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, বর্তমান কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম, আ ন ম ফজলুল করিম, গোলাম ফারুক পিংকু, আবদুল গোফরান ও জেলা কমিটির সদস্য লক্ষ্মীপুর পৌর সভার মেয়র আবু তাহের।
সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেলন হক মিলন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটোওয়ারী, সদর উপজেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী, জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন।
বাংলানিউজের সঙ্গে আলাপকালে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন বলেন, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্ততি নেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ২০০৩ সালের ৩ ডিসেম্বর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে এম আলাউদ্দিনকে সভাপতি ও মিজানুর রহিমকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ০৭৩৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫