ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে আনসারুল্লাহ বাংলা’র সদস্যসহ আটক ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
রাজধানীতে আনসারুল্লাহ বাংলা’র সদস্যসহ আটক ৭

ঢাকা: নাশকতামূলক কর্মকাণ্ডের দায়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলাটিমের সদস্যসহ বিএনপির ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।



গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মাসুদুর রহমান জানান, হরতালকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানো ও পরিকল্পনার দায়ে বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে।  

এছাড়া ব্লগার ও বিজ্ঞান লেখক অভিজিৎ রায় হত্যার দায় স্বীকার করা আনসারুল্লাহ বাংলাটিমের এক সদস্যকেও আটক করা হয়েছে। ওই হত্যাকাণ্ডের সঙ্গে আটক ব্যক্তির কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান মাসুদুর রহমান।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।