জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেট এলাকায় চাল ও আলু বোঝাই দু’টি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সাতটার দিকে এ নাশকতার ঘটনা ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) সিরাজুল ইসলাম সিরাজ এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরের হাকীমপুর উপজেলার হিলি স্থলবন্দর এলাকা থেকে চাল বোঝাই ও ঠাকুরগাঁও জেলা থেকে আলু বোঝাই একটি ট্রাক ঢাকা ও বগুড়ার মোকাতলার উদ্দেশে রওনা দেয়। পথে সকালে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেট এলাকায় দুর্বৃত্তরা ট্রাক দু’টির গতিরোধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। এতে দু’টি ট্রাকে থাকা চাল ও আলুর কিছু অংশ পুড়ে যায়।
এ ঘটনায় সকাল নয়টা পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫