খুলনা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে ও চলমান হরতাল সমর্থনে খুলনায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম কামাল ও জেলা সভাপতি কামরান হাসানের নেতৃত্বে জেলা ও মহানগর ছাত্রদলের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সোয়া নয়টার দিকে নগরীর সাউথ সেন্ট্রাল রোড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টি বি ক্রস রোড মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস এম কামাল। এছাড়া মহানগর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা মার্চ ০৩, ২০১৫