মৌলভীবাজার: পুলিশ অ্যাসল্ট মামলায় মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের জামায়াতের সভাপতি মো. মিজানুর রহমান মিজানকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ছয়টার দিকে রাজাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মো. মিজানুর রহমান মিজান কনকপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমা বেগম বাংলানিউজকে জানান, মিজানুর রহমানের বিরুদ্ধে গত বছরের পাঁচ জানুয়ারি পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে।
বাংলাদেশ সময়:০৯৫৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫