ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

বরিশালে বিআরটিসি বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
বরিশালে বিআরটিসি বাসে আগুন

বরিশাল: বরিশালে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি)  বিকল একটি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা।

সোমবার (২ মার্চ) রাত ২টার দিকে বরিশাল নতুল্লাবাদ ডিপোতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।



খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভায়।

ডিপো ইন্সপেক্টর মো. জুলফিকার বাংলানিউজকে জানান, গভীররাতে কর্মচারীরা বাসটিতে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে  তারা এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে বাসটির ভেতরের অংশ বিশেষ পুড়ে গেছে।

তিনি জানান, বাসটি চলাচল অনুপযোগী হলেও এর পাশে আরও ২০টি বাস ছিল। যদিও তা অক্ষত রয়েছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুজ্জামান জানান, ডিপোটির উত্তর পাশে ফিশারি রোড থেকে দুবৃত্তরা পেট্রোলবোমা ছুড়ে মেরেছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।