নোয়াখালী: নোয়াখালীর শহর মাইজদীর নতুন বাসস্ট্যান্ডে একটি মিনিবাস ও দত্তেরহাট বাজার এলাকায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (০৩ মার্চ) সকালে ছয়টা থেকে সাতটার মধ্যে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, সকাল সাতটার দিকে যাত্রীবাহী একটি মিনিবাস চৌমুহনী বাজার থেকে শহর মাইজদী দিকে যাচ্ছিল। পথে শহরের চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছুলে দুর্বৃত্তরা যাত্রীদের নামিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভায়। তবে এর আগেই বাসটির অনেকাংশ পুড়ে যায়।
অন্যদিকে, সকাল ছয়টার দিকে শহরের সোনাপুর-মাইজদী সড়কের দত্তেরহাট বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, চোরাগোপ্তা হামলা চালিয়ে দুর্বৃত্তরা যানবাহনে আগুন দিচ্ছে। এ সব নাশকতায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫