রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়িতে সোমবার (০২ মার্চ) রাতে ককটেল হামলার ঘটনায় মামলা হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে মহানগরের বোয়ালিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রেজাউল করিম বাদী হয়ে মামলাটি করেন।
মহানগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মামলা দায়েরের তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ওই ঘটনার পর রাতেই বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ তার দু’ভাই ঝন্টু (৪৫) ও বাবুর (৪০) নাম উল্লেখপূর্বক অজ্ঞাত আরও ৮/১০ জনের বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।
ওসি আলমগীর হোসেন আরও বলেন, লিটনের বাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে মেয়র বুলবুলের দু’ভাইসহ জুবেরি নামে (৩৮) তিনজনকে গ্রেফতার দেখানো হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিকেলের মধ্যে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।
এর আগে সোমবার রাত সোয়া ৯টার দিকে আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান লিটনের উপশহরের তিন নম্বর সেক্টরের বাড়িতে ককটেল হামলার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।
ঘটনার জেরে রাত ১০টার দিকে একই এলাকায় অবস্থিত রাসিক’র বর্তমান মেয়র ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের বাসায় ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করে বিক্ষুব্ধ কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫