ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

লালমনিরহাটে শিবির সভাপতিসহ গ্রেফতার ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
লালমনিরহাটে শিবির সভাপতিসহ গ্রেফতার ২০ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল লতিফসহ (২৫) ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ মার্চ) দিবাগত রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।



শিবির কর্মীরা হলেন- কালীগঞ্জ উপজেলার চলবলা গ্রামের সেকেন্দার আলীর ছেলে উপজেলা ছাত্রশিবিরে সভাপতি আব্দুল লতিফ (২৫) ও হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী গ্রামের আব্দুল কাদেরের ছেলে শিবির কর্মী শেখ সাদি (২৮)।
 
লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম বাংলানিউজকে জানান, রাতে আব্দুল লতিফ ও শেখ সাদি হাতীবান্ধা উপজেলার জাওরানী গ্রামে নতুন সদস্য তৈরি করার জন্য গেলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে দেয়। এ সময় তাদের কাছ থেকে কিশোর কণ্ঠ নামে একটি জিহাদি বই উদ্ধার করা হয়।

এছাড়া, জেলার পাঁচটি উপজেলায় বিশেষ অভিযানে, ওয়ারেন্টভুক্ত, খুন, ধর্ষণ, অপহরণসহ বিভিন্ন মামলায় ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

শিবিরের নেতাকর্মীসহ গ্রেফতারকৃত ২০ জনকে দুপুরের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।