ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

শিগগিরই পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
শিগগিরই পরিস্থিতি সরকারের পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: দেশের চলমান সংকট প্রসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেছেন, যখন একটি দেশের বৃহৎ রাজনৈতিক দল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তখন এ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিছু সময়ের প্রয়োজন হয়।

তিনি বলেন, সরকার এরই মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

খুব শিগগিরই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।

মঙ্গলবার (৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী চৌরাস্তা মোড়ে এক পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে কি না জানতে চাইলে মাহাবুবুল আলম হানিফ বলেন, কোর্ট খালেদা জিয়ার নামে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে দায়িত্ব পালন করবে। আমরা আশা করি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খালেদাকে গ্রেফতার করবে।

পথসভায় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য সুজিত রায় নন্দী, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বিল্লাল, জেলা বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখারুল আলম মাছুম, জেলা হকার্স লীগের সভাপতি বিপুল মজুমদার জয় প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।