ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের মিছিল, সমাবেশ

বাংলানিউজ পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
রাজধানীর বিভিন্ন স্থানে জামায়াতের মিছিল, সমাবেশ

ঢাকা: বিএনপি নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে ও ‘অবৈধ সরকারের’ পদত্যাগ, অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অবরোধ ও হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে জামায়াত।

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ৮টায় রাজধানীর মালিবাগে মিছিল ও সমাবেশ করেছে রমনা জামায়াত।

জামায়াতের ঢাকা মহনগরীর মজলিসে শুরা সদস্য ড. আহসান হাবীবের নেতৃত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন রমনা থানা জামায়াতের অফিস সম্পাদক ইউসুফ আলী, জামায়াত নেতা মাহবুবুর রহমান, ছাত্রনেতা মুরাদ হোসেন প্রমুখ।

এর আগে সকাল ৭টায় রাজধানীর মিরপুর ১১ নম্বরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত কর্মীরা। মিছিল শেষে মিরপুর ১১ নম্বর বাসস্ট্যান্ডে অন‍ুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী কর্মপরিষদ সদস্য লস্কর মুহাম্মদ তসলিম।

সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আশরাফুল আলম, জামালউদ্দিন, হাজি মহসিন, শাহিন আলম, ইকবাল হাসান, নেসার আলী, ছাত্রনেতা সাব্বির হাসান, মো. সালাউদ্দিন প্রমুখ।

সকাল ৮টায় রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে জামায়াতের মোহাম্মদপুর ও আদাবর থানা। ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য শফিউর রহমানের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা মো. উজায়ের, হাসান তারিফ, রবিউল ইসলাম, রফিকুল ইসলাম, ছাত্রনেতা সাইফুল ইসলাম, ফেরদাউস আলম প্রমুখ।

এছাড়া রাজধানীর ‍পুরান ঢাকার চকবাজার ও লালবাগ থানা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতকর্মীরা।

ঢাকা মহানগরী মজলিশে শুরা সদস্য মো. আল আমীনের নেতৃত্বে মিছিলে উপস্থিত ছিলেন লালবাগ থানার ভারপ্রাপ্ত আমির আবু নাঈম, জামায়াত নেতা আবু হানিফ, মো. মোজাম্মেল, মো. রফিকুল ইসলাম, তোফাজ্জল হোসেন, শিবির নেতা মো. হিমেল, আশরাফ হোসেন, আসলাম হোসেন প্রমুখ।

জামায়াতের প্রচার সহকারী এম আলাউদ্দিন আরমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।